Header Ads Widget

Responsive Advertisement

Post Office Job Circular 2021। ডাক বিভাগ


বাংলাদেশ ডাক বিভাগ

বাংলাদেশ ডাক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন একটি সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান। দেশব্যাপী সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এ প্রতিষ্ঠান বহুমুখী মৌলিক ডাক সেবা এবং আর্থিক ও তথ্য-প্রযুক্তিভিত্তিক ডিজিটাল ডাক সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগের প্রধান পরিষেবাগুলোর মধ্যে রয়েছে—দেশীয় ও আন্তর্জাতিক ডাক দ্রব্যাদি গ্রহণ, পরিবহন ও বিলিকরণ, রেজিস্ট্রেশন সেবা, ভ্যালু পেয়েবল (ভিপি) সেবা, বীমা ও পার্সেল সেবা, বুক পোস্ট (বুক প্যাকেট ও প্যাটার্ন প্যাকেট), রেজিস্টার্ড সংবাদপত্র ও মানি অর্ডার সেবা এভং এক্সপ্রেস সেবা (জিইপি ও ইএমএস) সহ ই-পোস্ট ইত্যাদি সেবা প্রদান কঅরে থাকে।


ডাক অধিদপ্তর, পোস্টমাস্টার জেনারেল, ডেপুটি পোস্টমাস্টারের কার্যালয় ও জেলা প্রধান ডাকঘর এবং সাব-পোস্ট অফিসগুলোর মাধ্যমে সব আর্থিক ও ডাক কার্যক্রম পরিচালনা করে আসছে ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেল নিয়ন্ত্রিত ৫টি পোস্টাল সার্কেল হচ্ছে—কেন্দ্রীয় (ঢাকা), মেট্রো (ঢাকা),  পূর্বাঞ্চল (চট্টগ্রাম), দক্ষিণাঞ্চল (খুলনা), ও উত্তরাঞ্চল (রাজশাহী)।

প্রতিষ্ঠান- বাংলাদেশ ডাক বিভাগ

পদের নাম- সহকারী ষ্টেশন মাষ্টার

পদ সংখ্যা- ২৩৫ টা

শিক্ষাগত যোগ্যতা- স্নাতক বা সমমান

জব লোকেশন- 

বেতন- ৯৭০০- ২৩৪৯০

অভিজ্ঞতা- বিনা অভিজ্ঞতা 

আবেদন শুরু- ২৮ আগস্ট ২০২১ 

আবেদনের শেষ তারিখ- ০৬ অক্টোবর ২০২১






Post a Comment

0 Comments