Header Ads Widget

Responsive Advertisement

পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২১- Police job circular


ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)  পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীর প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। 

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী দেয়ার আবেদন জন্য বিস্তারিত তথ্য গুলি নিম্নরূপ-

জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণঃ 

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

প্রার্থীর যোগ্যতাঃ

বয়স- যে সকল প্রার্থীর বয়স ০৭ অক্টোবর ২০২১ তারিখ বর্ণিত বয়সের মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হইবে। তবে ২৫-০৩-২০২০ তারিখ যারা সর্বোচ্চ বয়স সীমায় পৌঁছে তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হইবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোঠার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। বয়সসিমা ১৮ হইতে ২০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি অথবা সমমানের পরীক্ষা কমপক্ষে জিপিএ 2.5 বা সমমান।

জাতীয়তাঃ স্থায়ী নাগরিক পুরুষ ও নারী

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

শারীরিক মাপঃ

উচ্চতা- সাধারন ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি।  ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সন্তান  ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। সাধারণ ও অন্যান্য  ক্ষেত্রে মেয়েদের জন্য 5 ফুট 4 ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠী মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি।

বুকের মাপ- সাধারণ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩  ইঞ্চি

ওজন- উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি- 6/6

অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ

১- http://police.teletlk.com.bd এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের হেল্প অপশন ব্যবহার করে ফরম পূরণ প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

২- আবেদনের সময় ১০ সেপ্টম্বর ২০২১ সকাল ১০ ঘটিকা হতে ০৭ অক্টোবর ২০২১ বিকাল ৫ ঘটিকার পর্যন্ত।

৩- আবেদা পূরণ করা অব্যবহিত পরে যোগ্য হিসেবে একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি তে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল হতে ৩০ টাকা সার্ভিস চার্জ বাবদ অফেরৎযোগ্য জমা করতে হবে।

৪- অনলাইন আবেদন পত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ পিক্সেল ও পিকচার দৈর্ঘ্য ৩০০ * প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

নির্বাচন পদ্ধতিঃ

১- অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রিলিমিনারি সিলেকশন এর যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও ফিজিক্যাল টেস্ট এর জন্য বাছাই করা হবে।

২- বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় ও স্থান শারীরিক মাপ জাম্পিং role-playing পুল আপ এ অংশগ্রহণ করতে হবে।

৩- শারীরিক মাপ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ বাংলা ইংরেজি ও সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর .৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৪- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ১৫ নম্বর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৫- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার কর্তৃক নির্ধারিত তারিখ সময় ও স্থান স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে সন্তোষজনক বলে বিবেচনা করা হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে উল্লেখ্য পুলিশ ভেরিফিকেশন ফরম এ কোন তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না।

৬- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধির পর্নো বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণনের অন্তর্ভুক্ত করা হবে।


সাধারণ নির্দেশাবলীঃ

১- কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনা করেই নিয়োগ যোগ্য পদের সংখ্যা হ্রাস ও বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন

২- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোন বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি চাকরীচ্যুত চাকরি হতে বরখাস্তকৃত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

৩- মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থী পিতা মাতা মাতা / মাতা মহি এবং অনুকূলে দাখিলকৃত প্রমাণসমূহ যাচাইয়ান্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার প্রমাণিত হলে তা যাচাইয়ের সুযোগ থাকবে না

৪- পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার ভাতা প্রদান করা হবে না

অনলাইনে আবেদন শুরু- ১০ সেপ্টেম্বর ২০২১

অনলাইনে আবেদন  শেষ- ০৭অক্টোবর ২০২১




Post a Comment

0 Comments