Header Ads Widget

Responsive Advertisement

১৩৪টি পদে-মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-2021


নিয়োগ বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর অধীনে নিম্নলিখিত শূন্যপদে প্রকল্প মেয়াদকালীন জুলাই 2020 হইতে জন 2024 সাল পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকার নির্ধারিত সর্বসাকুল্যে বেতন নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নামঃ ক্ষেত্র সহকারী

বেতনঃ 9300- 22490/= স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে বেতন

বয়সঃ ১৮-৩০ বৎসর

পদ সংখ্যাঃ ১৩৪ টি

শিক্ষাগত যোগ্যতাঃ

কমপক্ষে এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ হইতে, যে কোন স্বীকৃত প্রাপ্ত মৎস্য ইনস্টিউট হইতে চার বছর মৎস্য ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

ক। বাংলাদেশের সকল জেলার প্রাথীরা আবেদন করতে পারবেন

খ। আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনকারী কর্তৃক পূরণকৃত দুই কপি প্রবেশপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র আগামী 25 10 2021 খ্রিস্টাব্দে তারিখের মধ্যে অভি চলাকালীন সময়ে বেলা 5 ঘটিকার মধ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর কক্ষ নম্বর 511 মৎস ভবন 13 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী রমনা dhaka-1000 ঠিকানায় পৌঁছাতে হবে।

কর্তৃপক্ষ যেকোনো অথবা সকল আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদন শুরু- ২৩/০৯/২০২১ 

আবেদনের শেষ তারিখ- ২৫/১০/২০২১


Post a Comment

0 Comments